|
---|
দেশ জুড়ে আগামী 48 ঘণ্টায় নাটকীয় পরিবর্তন ঘটতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর
নতুন গতি নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই কলকাতার আকাশ কুয়াশাচ্ছন্ন, তারপর বেলা বাড়তেই রোদের ঝলক। আর তারপরে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়া শুরু করে বলে জানা যায়। এদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবল শৈত্য প্রবাহের কথা জানিয়েছে মৌসম ভবন। আজ সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা দিল্লির আকাশ। তাছাড়া আগামী কয়েকদিন সেখানে ভারী শৈত্য প্রবাহের কথাও জানিয়েছেন তারা।
রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশের সব জায়গায় একই অবস্হা। তবে হ্যাঁ তুলনামূলক ভাবে রাজ্যের মধ্যে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা পূবালী হাওয়ায় জেরে অনেকটাই কম আছে। তবে এই রাজ্যের ওপর যে খামখেয়ালি আবহাওয়া বিরাজ করছে, তার কেবল শুধু মাত্র পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরের ঘূর্ণাবাতের ফলে।
তবে রবিবার থেকে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রীর মধ্যে বিরাজ করবে। কারণ এখনও শীতের ছুটি হয়নি। আবহাওয়া দপ্তর মনে করছে শেষের দিকে শীত তার কামড় বসিয়েই রাজ্য থেকে বিদায় নেবে। আর তারফলেই রাজ্যবাসী কিছুটা হলেও মিটিয়ে নিতে পারবে তাদের আশ, যা এবার দেরীতে শীত প্রবেশ করায় অসম্পূর্ণ ছিল।