৩৩ তম বর্ষ মেধা পুরস্কার-২০২০ মেধা পুরস্কার প্রদান বিপ্লবী মেদিনীপুর টাইমস্ -এর

 

    সেখ মহ: ইমরান, নতুন গতি, মেদিনীপুর: রবিবার
    মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী​ বিদ‍্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত অনুষ্ঠানে অবিভক্ত মেদিনীপুর জেলার প্রতিনিধি স্থানীয় প্রাচীন বাংলা দৈনিক বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ‍্যোগে ৩৩ তম বর্ষ মেধা পুরস্কার-২০২০ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী।

    এই অনুষ্ঠানে এবারের মাধ‍্যমিক পরীক্ষায় জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। এরই পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিত্বদের সম্মাননা জ্ঞাপন করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শ‍্যামল দাস, প্রধান শিক্ষিকা অর্পিতা সেন, শিক্ষিকা সুতপা বসু, বাচিক শিল্পী রত্না দে, সঙ্গীত শিল্পী ভারতী ব‍্যানার্জীসহ অন‍্যান‍্যরা। সমগ্র অনুষ্ঠানটি সুললিত কণ্ঠে সঞ্চালনা করেন শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র।