কৃষি বিল ও হাথরাসের ঘটনার বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ সমাবেশ কেশিয়ারীতে

নিজস্ব সংবাদদাতা, কেশিয়ারী: তৃণমূল কংগ্রেসের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়
নরেন্দ্র মোদি সরকারের আনা কৃষক মারা কৃষি বিল ও মানুষমারা অত্যাবশকীয় নতুন পন্য আইনের বিরুদ্ধে সরব হয়েছেন ইতিমধ্যেই। তাঁর দলের সাংসদরা পার্লামেন্টে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেইসঙ্গে উত্তরপ্রদেশে হাথরাসের দলিত শ্রেণীর মহিলাকে উচ্চবর্ণের পুরুষরা জোরপূর্বক ধর্ষণ করে ও ভীষণ ভাবে শারীরিক নির্যাতন করে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান। এই
ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের পাশাপাশি কেশিয়ারীতে দেশের পয়লা নম্বর চিহ্নিত কর্পোরেটের দালাল, কৃষক ও সাধারন মানুষের দুষমন, দেশকে দেউলিয়া করার সাথে কৃষক শ্রমিকদের কৃতদাসে পরিনত করার ষড়যন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ও তার দল বিজেপিকে জন বিছিন্ন করার আহ্বান জানিয়ে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়।

    মঞ্চে উপস্থিত মন্ত্রী ব্রাত্য বসু

    এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন
    মন্ত্রী ব্রাত্য বসু, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি, রাজ্যসভার সাংসদ ডা: মানস ভুঞা বিধায়ক দীনেন রায়, বিধায়ক পরেশ মুর্মু
    জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী ,জেলা  তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলেের নেতা আলি আকবর খান, গোপাল সাহা সহ সকল জেলা নেতৃত্ব।