জামালপুরে বিদ্যাসাগর ভবনের উদ্বোধন হল বনবিবিতলা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) প্রাঙ্গণে।

সেখ সামসুদ্দিন : বিদ্যাসাগর ভবনের উদ্বোধন হল বনবিবিতলা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) প্রাঙ্গণে। জামালপুর পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে একুশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন এবং জামালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহকারী শাখা প্রবন্ধ শাহজাহান সাহেব এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড জামালপুর শাখার আধিকারিক তারক বাবু এবং কো-অপারেটিভ সুপারভাইজার শংকর বাবু সহ ব্যাঙ্কের আধিকারিকবৃন্দ। অতিথিবৃন্দ সম্মিলিতভাবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের অন্যতম শিক্ষানুরাগী মরহুম জয়নাল আবেদিন সাহেবের পুত্র সেখ রফিকুল আহমেদ। বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত উদ্বোধন অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান নভেম্বর মাসে মরহুম জয়নাল আবেদিনের স্মৃতির উদ্দেশ্যে এলাকাবাসীর জন্য একটি “জয়নাল আবেদিন পরিস্রুত পানীয় জল প্রকল্প” এর উদ্বোধন করা হবে এবং একটি স্যানিটারি ন্যাপকিন প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে। এই দুটি প্রকল্পের দাতা জনাব রফিকুল আহমেদ।