ডাক্তার কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত ঘিরে প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা: আজ মেডিক্যাল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র এক প্রেস বিবৃতিতে বলেন, “আপনারা জানেন যে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের স্বাস্থ্য দপ্তর সম্প্রতি সংবাদমাধ্যমে ঘোষণা করেছে যে তারা মানবদরদী ডাক্তার কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত করল।

    আজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে, কলকাতার এন আর এস মেডিকেল কলেজের গেটে মেডিক্যাল সার্ভিস সেন্টারের উদ্যোগে একটি প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই সভায় কলকাতার বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ছাত্র ছাত্রী ও ডাক্তাররা অংশগ্রহণ করেন।এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের কলকাতা জেলা সম্পাদক ডাক্তার বিপ্লব চন্দ্র। প্রসঙ্গত এলাহাবাদ হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট ডাক্তার কাফিল খানকে নির্দোষ বলে ঘোষণা করে। এর পরও যোগী আদিত্যনাথ এর সরকার যেভাবে সমস্ত ন্যায়বিচারকে পদদলিত করে বরখাস্ত করল তার বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সারা ভারতবর্ষজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত জনসাধারণকে বিজেপি সরকারের এই স্বৈরাচারী অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য প্রতিবাদে সামিল হতে আহ্বান জানাচ্ছি।”