|
---|
আব্দুস সামাদ: নিট পরীক্ষায় ৬৩৬ নম্বর পেয়ে সামসেরগঞ্জের মধ্যে প্রথম অল ওভার ইন্ডিয়ায় ৬৭৯৭ রাঙ্ক নিশাত তাসমীন সহ ১০জন নিট উত্তীর্ণদের সংবর্ধনা দিলো সামসেরগঞ্জ থানা।
বিরহস্পতিবার ফরাক্কার এসডিপিও স্যার ওয়াসিম খান ও সামসেরগঞ্জ থানার ওসি সামিত তালুকদার নিশাত তাসমীন সহ ১০জন নিট উত্তীর্ণদের বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করেন, প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে খুশি নিশাত তাসমীন সহ ১০জন ওই নিট উত্তীর্ণ প্রার্থীরা।