গান্ধীজির প্রয়ান দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস উপলক্ষ্যে অবস্থান বিক্ষোভ মেমারিতে।

নূর আহমেদ,মেমারি ৩০ জানুয়ারি। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ‍্যোগে।৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিন উপলক্ষে মেমারি চকদিঘী মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। উক্ত সভায় সভা পরিচালনা করেন, মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত কুমার। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন, কৃষক নেতা জয়দেব ঘোষ, ও জেলা নেতা সুকান্ত কোঙার। নেতৃবৃন্দ বলেন,৩০ শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে আরএসএসের স্বেচ্ছাসেবক কর্মী নাথুরাম গডসে গুলি করে হত্যা করেছিলেন। আমরা আজকে এই দিনটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি দিবস হিসেবে পালন করতে চাইছি এবং জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একসাথে ভারতবর্ষের ঐক্যকে বজায় রাখতে পারে তাই আমরা এই অবস্থানের মধ্য দিয়ে মানুষকে সমস্ত কিছু ঘটনা জানাবার চেষ্টা করছি। বক্তারা আরো বলেন সমাজের ওপরতলার দশ ভাগ মানুষ সবকিছু সুযোগ-সুবিধা পাচ্ছে আর সমাজের ৯০ ভাগ মানুষ খেটে খাওয়া মানুষ ভ্যানচালক, রিক্সায় চালক, কৃষক ,শ্রমিক আজকে সমাজের সব কিছু দেখে তারা বঞ্চিত। আজকে তারা ভালো করে খেতে পায়না , ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ নেই, ভালো চিকিৎসার সুযোগ নেই, ফুটপাতে বাস করছে, স্টেশনে বাস করছে ,রেলের জায়গায় বাস করছে, ঝুপড়িতে বাস করছে জান কৃষ্ণ বাজারে দুই দিকে তাকিয়ে দেখুন।