|
---|
স্কুলের পর এবার সরকারি আমলাদের বৈকাল চারটে পর্যন্ত কাজ করার ঘোষণা দিলেন
নতুন গতি, ওয়েব ডেস্ক: রাজ্য সরকার আগেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়,ছুটি ঘোষণা করেছেন করোনার আতঙ্কে।এবার সরকারি আমলা দের তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারেন সেই জন্য এই ঘোষণা।কারণ বাসে ট্রেনে এক সঙ্গে ভিড় যেনো না হয় সেই সব দিকে লক্ষ্য রাখতে হবে।আর বাড়ি অনেক নিরাপদ জাগা।আপনারা ভালো থাকলে রাজ্য ভালো থাকবে।তাই করো যদি শরীর খারাপ হয় অনলাইন আবেদন করলেই ছুটি মঞ্জুর করা হবে।এই দুই সপ্তাহ সতর্ক থাকতে হবে সকল কে।