মেদিনীপুরে করোনা ভাইরাসের সচেতনতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার

সেখ মোহাম্মদ ইমরান, নতুন গতি, কেশপুর:-

    করোনা নিয়ে আতঙ্কিত বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারও ১৮৯৭ সালের মহামারী সম্পর্কিত আইনের ২ নং ধারা লাঘু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই রকম এক কঠিন পরিস্থিতিতে প্রশাসন যাতে সঠিক ভাবে ও বিনা বাধায় কাজ করতে তাই এই আইন রাজ্যে লাঘু করা হচ্ছে। এই রকম এক দুঃসময়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পথে নেমে করোনা নিয়ে সচেতনতা শুরু করেছে।


    গতকাল মেদিনীপুরের অগ্রগণ্য স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী করোনা ভাইরাস আতঙ্ক দূর করতে মেদিনীপুরের রেল স্টেশন চত্বর, বাস স্ট্যান্ড, অশোকনগরে,গান্ধী স্ট্যাচুতে করোনা ভাইরাস সম্পর্কে কি করতে হবে, আর কি করতে হবেনা এবং লক্ষণ কি, সেই লক্ষণ গুলি দেখা দিলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানান।

    সেই সঙ্গে কিছু হ্যান্ডবিলও বিলি করেন।সমব্যথী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কান্ডারী ফাকরুদ্দিন মল্লিক বলেন আমরা প্রত্যেকে যদি করোনা ভাইরাস সম্পর্কে অবগত হয় তাহলে ভাইরাস ছড়ানোর প্রবণতা কমবে অনেকটা। অহেতুক গুজব ছড়াবেন না।সতর্ক থাকুন সুস্থ থাকুন।