নবান্নের উচ্চপদস্থ আমলার নির্বোধ ছেলের জন্য বাংলায় করোনা।

নবান্নের উচ্চপদস্থ আমলার নির্বোধ ছেলের জন্য বাংলায় করোনা।

    নতুন গতি প্রতিবেদক : যখন সরকারি তরফে বারবার করোনা নিয়ে জারি হয়েছে একাধিক সতর্কতা, বাইরে থেকে ফিরলেই যখন কোয়ারেন্টাইনে থাকার পরমর্শ দেওয়া হয়েছে, তখনও গা ছাড়া ভাব দেখা গেল এক যুবকের মধ্যে। যে কারণে করোনায় আক্রান্তে হাসপাতালে ভর্তি সে। আর তার সঙ্গেই প্রথম কলকাতায় পা রাখল মারণ ভাইরাস করোনা। জানা গিয়েছে, আক্রান্ত যুবক নবান্নের এক উচ্চপদস্থ আমলার সন্তান। এয়ার ইন্ডিয়ার বিমানে ইংল্যান্ড থেকে রবিবার শহরে ফেরেন, শহরের প্রথম করোনা আক্রান্ত যুবক। জানা গিয়েছে; যুবকের মা নবান্নের উচ্চপদস্থ আমলা। ইংল্যান্ড থেকে ফেরার পরই, তাকে চিকিৎসকরা গৃহবন্দি থাকার পরামর্শ দেন।

    কিন্তু তিনি সেই পরমর্শ তো মানেনই নি; বরং তার মায়ের সঙ্গে শহরে ঘুরে বেড়িয়েছেন। সরকারি অফিসেও গিয়েছেন। এরপরেই তাকে তড়িঘড়ি বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়। তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। প্রশ্ন উঠছে; শিক্ষিত ও প্রভাবশালি পরিবারের সদস্যরা কি রোগকেও কেয়ার করেন না। করোনায় আক্রান্ত হওয়ার পর; কতজন তার সঙ্গে ছিলেন বা তার সংস্পর্শে এসেছেন খোঁজ চলছে। যে কজনের খোঁজ মিলেছে; তাদেরও রাখা হয়েছে আইসোলেশনে।

    জানা গিয়েছে ওই যুবকের বান্ধবী করোনায় আক্রান্ত, সেখান থেকেই তার শরীরে সংক্রমণ ছড়ায়। মঙ্গলবার সন্ধায়, তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এলে তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।