|
---|
সামিম আহমেদ,নতুন গতি:এটাই জীবনব্যবস্থা।তুমি ভাবছো তুমি খুব সুন্দর কিন্তু এটা তোমার ভুল ধারণা।আসলে তোমার বয়স টা সুন্দর।
এটাই বলা বাহুল্য যে,তোমার কেমন দেখতে সেটা বড়ো ব্যাপার নয়। কেমন তোমার চামড়ার রং সেটা বড়ো বিষয় নয়। মাথায় রাখবে, প্রত্যেক জিনিস বয়সের সাথে পরিবর্তন হয় এবং সব শেষে প্রয়োজন একটি মানুষের হাত। নেই প্রয়োজন ঠিকমত একটি শরীরের এবং একটি সুন্দর মুখের।প্রত্যেকেই সুন্দর তার পরিচিত নিজের রাস্তায়।
তুমি মোটা,রোগা,ছোট,কুৎসিত,
কালো,সাদা,যাই হও তুমিই তুমি। তুমিই তোমার কাছে মহান।শুধুমাত্র কারোর তাৎক্ষণিক উপস্তিত সৌন্দর্যকে বিচার বা প্রাধান্য দিয়োনা।