|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : বৃষ্টি কোনওভাবেই পিছু ছাড়ছে না পুজোর। আগামী এক দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। এদিন মহাষ্টমীর অঞ্জলির মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর, এই বৃষ্টির স্থায়ীত্ব বেশিক্ষণের নয়। পুজোর আনন্দে জল ঢালতে ষষ্ঠী থেকেই কলকাতায় মাঝে মধ্যেই ছিল বৃষ্টির চোখ রাঙানি। এদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।