|
---|
নজিবুল্লাহ রহমানি,বসিরহাটঃসন্দেশখালির ভাঙ্গি পাড়ার ঘটনা রাজ্য কেন্দ্র সংঘাতের পথে হাঁটছে রাজ্যের প্রশাসনিক কর্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকার ফেলে দেওয়া একটা চক্রান্ত চলছে। সন্দেশখালি এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল রায় বলেন এটা ভুল। মঙ্গলবার দুপুর বেলা ১০টা নাগাদ সন্দেশখালি ভাঙি পাড়া গ্রামে নিহত ও আহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে সমবেদনাও সবরকম সাহায্য ও পাশে থাকার আশ্বাস দিয়েছে তিনি। বলেছেন যে এটা পরিকল্পিত খুন টার্গেট করে করে মারা হয়েছে আমাদের বিজেপি কর্মী দের । এখন নিখোঁজ আছে বেশ কয়েকজন । তিনি বলেন শেখ শাহজাহান নেতৃত্বে হামলা হয়েছে পরিকল্পিত হামলা। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করব। এমনকি তিনি বলেন এই মুখ্যমন্ত্রী খুনি মুখ্যমন্ত্রী । সমস্ত রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্র পার্টিতে লিখিতভাবে জানাবো। এইভাবে চলতে পারে না। তিনি বলেন কখনো বলা হচ্ছে সরকার ভেঙে দেওয়ার কথা একবার এসে দেখে যান সন্দেশখালির কি পরিস্থিতি। আমরা সরকার ফেলার পক্ষে নই ।অবিলম্বে যেসব দুষ্কৃতী হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ ও সহযোগিতা করছে না পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সব ঘটনা ঘটছে। যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি।