|
---|
নবাব মল্লিক,ক্যানিং: বৃহস্পতিবার প্রাতঃ ভ্রমণের সময় হঠাৎই একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারলে মৃত্যু হয় বৃদ্ধা।মৃত বৃদ্ধার নাম লক্ষ্মী বণিক(৭৪)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার তালদির কালীতলার সাতভাই পাড়া এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত দু-একদিন ধরে হালকা শীত পড়তে শুরু করেছে সুন্দরবন জুড়ে।ফলে শীতের অনুভব করায় প্রতিদিনই ভোর বেলায় অন্যান্য প্রতিবেশীদের সাথে প্রাতঃভ্রমণে বের হতেন কালীতলার বাসিন্দা বৃদ্ধা লক্ষ্মী বণিক।তবে এদিন ভোরে তিনি একাই বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে।তিনি যখন রাস্তা দিয়ে হাঁট ছিলেন সেই সময় হঠাৎই একটি মোটর বাইক দ্রুত গতিতে পিছন থেকে বৃদ্ধা লক্ষ্মী বণিক কে ধাক্কা মারলে বৃদ্ধা রাস্তার উপর লুটিয়ে পড়ে।ভাব খারাপ দেখে মোটর বাইক চালক বাইক ফেলে রেখে চম্পট দেয়।স্থানীয় বেশ কিছু মানুষজন বিষয়টি দেখতে পেয়ে বৃদ্ধা লক্ষ্মী বণিকে উদ্ধার ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠায়।এদিকে পুলিশ মোটর বাইকটি উদ্ধার করে বাইক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।পুলিশ জানান একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক বৃদ্ধাকে ধাক্কা মারলে মৃত্যু হয় বৃদ্ধা।দেহটি উদ্ধার করা হয়েছে।মোটর বাইকটি আটক করা হয়েছে।চালক পলাতক,তার খোঁজ চলছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।