বিসর্জনের সময় নদীতে হঠাৎ বান চলে আসায় হুগলি নদীতে ভেসে গেলেন আটজন

নবাব মল্লিক, বজবজ : হুগলি নদীতে হঠাতি চলে আসে হড়কা বান। এই বানের জেরে জখম ৬ থেকে ৮ জন তাদের মধ্যে আশঙ্কাজনক ২ জন । দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার অন্তর্গত বালুর ঘাটে হুগলি নদীতে চলছিলো বুধবার রাতে কালি ঠাকুর নিরঞ্জন পর্ব। আর ঠিক সেই সময়ে হঠাতি চলে আসে এই বান। তাতে নদীর ঘাটেতে থাকা ৭→৮ জনকে ভাসিয়ে নিয়ে যায় । চিংকার চেঁচামেচি সংশ্লিষ্ট থানার পুলিশ ছুটে আসে ।উদ্ধারের কাজে হাত লাগায় পুলিশ প্রশাসনের সঙ্গে হাত লাগায় ঠাকুর নিরঞ্জন করতে আশা বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। এছাড়াও স্থানীয় মানুষ জন । ,সঙ্গে সঙ্গে তাদের না পাওয়া গেলেও কিছু দূরে থেকে উদ্ধার হয় ৫→৬জন আর বাকিদের কে পাওয়া যাচ্ছিল না দীর্ঘ ক্ষণ। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় মানুষ জন তাদের কে উদ্ধার করে স্থানীয় হসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিংসকেরা অন্যত্র স্থান্তরিত করেন । কারো হাতভেঙেছে কারো আবার পা ভেঙ্গে গিয়েছে। পাশাপাশি এক জনের অবস্থা খুবই খারাপ ।