|
---|
খান আরশাদ, রাজনগর : বীরভূমের এককালের রাজধানী তথা জেলার সীমান্তবর্তী অঞ্চল রাজনগরের বড়বাজারের ইউনিক ক্লাবের পরিচালনায় দুই রাত্রি ব্যাপী ক্যারাম প্রতিযোগীতা আয়োজন করা হল। শনিবার ও রবিবার রাত্রে এই ক্যারাম প্রতিযোগীতা হয়। এলাকার মোট ৩২ টি দল এই প্রতিযোগীতায় অংশ নেয়। বিজয়ীদের ট্রফি সহ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয় বলে জানানো ক্লাবের পক্ষ থেকে।
প্রসঙ্গগত উল্লেখ্য রাজনগরের প্রাচীন ঐতিহ্যবাহী এই ক্লাবটি এলাকায় প্রায়শই খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে।