|
---|
নবাব মল্লিক, মথুরাপুর: মথুরাপুর ব্লকের মির্জাপুর মিত্রসংঘ পরিচালিত জিমনেশিয়াম ভবনের উদ্বোধন প্রচুর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন দেবশ্রী ভৌমিক ও রঞ্জিতা ভট্টাচার্য্য সাথে টেনার মলয় রঞ্জন মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার যুবকদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়। প্রায় শতাধিক যুবক অনুশীলনের জন্য নাম নথিভুক্ত করেন। মিত্র সংঘের সম্পাদক মানস হালদার স্বাগত ভাষণে স্বদেশী আন্দোলনের পটভূমিকায় আমাদের সংগঠনের সূচনা ১৯২৮ সালে। তখন আমাদের এখানে লাঠি খেলার অনুশীলন চলতো। পরবর্তী দিনে ব্যায়ামাগার তৈরি হয়েছে। এবার আমরা আধুনিক জিমনেশিয়াম অনুশীলনের উদ্যোগ নিয়েছি। এই ভবন গঠনে এলাকার বহু হিতৈষী আর্থিক সাহায্যে করেছেন। অন্যান্য অতিথিদের মধ্যে মির্জাপুর সমবায় সমিতির সম্পাদক দেবাশীষ পুরকাইত আমন্ত্রিত অতিথিদের অভিনন্দন জানান। সভায় পৌরহিত্য করেন বিশিষ্ট শিক্ষক অজয় কর।