|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে জেলার কেন্দ্রীয় হুল দিবসের অনুষ্ঠান হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রেক্ষাগৃহ প্রদ্যুৎ স্মৃতি সদনে। মঙ্গলবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।
দিনটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, জেলা শাসক ডাঃ রশ্মি কমল, পুলিশ সুপার দীনেশ কুমার,বিধায়ক পরেশ মুর্মু, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, কর্মাধ্যক্ষ মামনি মান্ডি প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা,বিধায়ক দীনেন রায়, প্রদ্যোত ঘোষ, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ,শ্যামাপদ পাত্র, শৈবাল গিরি,অম্যূল্য মাইতি,রমাপ্রসাদ গিরি, এডিএম প্রতিমা দাসসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন পানমণি বেসরা। সাঁওতাল বিদ্রোহের উপর আধারিত একটি মনোগ্রাহী নৃত্য নাট্য পরিবেশন করে টীম “তালম”। আদিবাসী উন্নয়ন বিভাগের আধিকারিক সুরজিত পালের সহযোগিতায় গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চলনা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অন্যন্যা মজুমদার। মেদিনীপুর আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধায়নে তৈরি মঞ্চে সজ্জাও ছিল চোখে পড়ার মতো।