রাখি বিক্রিতে শুরু হয়েছে প্রতিযোগিতার টক্কর।

নতুন গতি, ০৯ আগস্ট, মালদা। প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সমানে সমানে টক্কর । তবে এই টক্কর কোন রাজনৈতিক প্রতিযোগিতার নয়। রাখি বিক্রিতে শুরু হয়েছে প্রতিযোগিতার টক্কর। কেউ বিক্রি করছেন মোদির ছবি দেওয়া রাখি “সবকা সাথ সবকা বিকাশ” এই কথা বলে । আবার কেউ বিক্রি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি “কন্যাশ্রী”, “রুপশ্রী” ও বাংলার উন্নয়নের কথা বলে।” 

    ১৪ আগস্ট বুধবার দেশজুড়ে রাখি পূর্ণিমা উৎসব পালিত হবে। আর তার আগেই বাজারে ঢালাও বিক্রি হচ্ছে মোদি, মমতার ছবি দেওয়া রকমারি ও রংবেরঙের রাখি। আট থেকে আশি উপচে পড়েছে এই রাখি কিনতে। শুধু এখানেই থেমে নয়, বিজেপি- তৃণমূল দুই দলেরই জেলার হাইকমান্ডের নির্দেশে কর্মী-সমর্থকরা ও মুঠো মুঠো তাদের নেতা নেত্রীর ছবি দেওয়া রাখি কিনে এখন থেকেই জমাতে শুরু করেছেন। রাখি পূর্ণিমার উৎসবের দিন স্কুল, কলেজ থেকে শুরু করে রাস্তাঘাটের সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রচারে নিজেদের ব্যস্ত রাখবেন বিজেপি , তৃণমূল কর্মী সমর্থকরা এমনটাও দলীয় সূত্র থেকে জানা গিয়েছে।

    মালদা শহরের এক রাখি বিক্রেতা ভুবন চন্দ্র দাস বলেন , উৎসবের এখনো সাত দিন বাকি। তার আগেই বাজারে ছেয়ে গিয়েছে মোদি – মমতার রাখি । অন্যান্য আইটেমের রাখি থাকলেও মানুষের মধ্যে চাহিদা বেশি করে দেখা যাচ্ছে দুই নেতা-নেত্রীর রাখি কেনার।  মাত্র ১০ টাকার বিনিময়ে মানুষ এই রাখি কিনছেন। অনেকেই জিজ্ঞেস করছেন। কোন রাখির বিক্রি বেশি?  কিন্তু এখনো পর্যন্ত যা বিক্রি করেছি, তাতে উভয়পক্ষই সমানে সমানে টক্কর দিয়ে চলেছে। আরো সাতদিনের মধ্যে কার পাল্লা ভারী হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না । তবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দুই জনের  ছবি দেওয়া রাখির চাহিদা এখন তুঙ্গে।