শাবল দিয়ে দেওয়াল ফুটিয়ে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

 

    নতুন গতি মালদা : ধারালো শাবল দিয়ে ইটের দেওয়াল ফুটিয়ে দুঃসাহসিক চুরি একটি সোনার দোকানে। চুরি গেল চার লক্ষাধিক টাকার সোনা এবং চাঁদি। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মৌলপুর বাজার এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

    জানা গেছে ওই দোকান মালিকের নাম যুধিষ্ঠি পাল। বাড়ি বাচামারি পাল পাড়ায়। স্থানীয় মৌলপুর বাজার এলাকায় তার একটি সোনার দোকান রয়েছে। এদিন সকালে স্থানীয়দের মারফত তিনি জানতে পারেন তার দোকানে চুরি হয়েছে। এরপরই তিনি ছুটে আসেন ঘটনাস্থলে। দোকান মালিক যুধিষ্ঠি পাল জানান, তার দোকানের পেছনের দেওয়াল শাবল দিয়ে ফুটো করে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে। এরপর দোকানে থাকা প্রায় ছয় ভরি সোনা এবং দেড় কেজি চাদি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় মালদা থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অন্যদিকে এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান, মৌলপুর বাজারে এই ধরনের ঘটনা প্রথম ঘটল। তারা চাই পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতার করুক।