|
---|
লুতুব আলি : কলকাতা বই মেলাতে প্রকাশিত হল কবি দেবাশীষ মুখোপাধ্যায়ের কবিতার বই শিশিরের নূপুর । ট্রেকস এন্ড টুরস স্টলের প্রাঙ্গনে বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বইটির আত্মপ্রকাশ ঘটে । বইটিতে কবির মূল ভাবনা হল, সুখ দুঃখের অনুভূতি অনেকটা শিশিরের মতো …সারারাত অন্ধকারের বাবচ্ছেদে পড়ে নিজের খেয়ালে …প্রাত্যহিকীর যাপনের রোদ মাখা হলেই সে উবে যায় …পড়ে থাকে শুধু স্মৃতির অবয়ব যা নূপুরের মতো বেজে উঠে মাঝে মাঝেই …আসলে অস্থায়ী শিশিরের স্থায়িত্ব যেন রয়ে যায় নূপুরের আওয়াজেই … গীবার্ন প্রকাশনা থেকে কবিতার বইটি প্রকাশিত হয়েছে ।প্রচ্ছদ এঁকেছেন দেবার্ঘ সেন ।বইটির বিনিময় মূল্য 70 টাকা । বইটির আত্মপ্রকাশের দিন উপস্থিত ছিলেন কবি সাতকর্নি ঘোষ ,গোবিন্দ ব্যানার্জী ,অভিজিৎ বেরা,তাপস গুপ্ত, সোমনাথ ভদ্র, জিকে প্রমুখ ।