|
---|
নিজস্ব প্রতিবেদন:- পথ চলতি দরিদ্র মানুষদের এবং স্থানীয় দুঃস্থ মানুষদের রান্না করা খাবার পৌঁছে দেবার লক্ষ্যে লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি তেরাই -এর উদ্যোগে ৩৩ নং ওয়ার্ডে একান্নবর্তী হেঁশেল -এর শুভ সূচনা করা হল আজ।উদ্বোধন করলেন শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেব।তিনি জানালেন বর্তমান সমাজে মানুষের খাওয়া দাওয়া এবং খাবারের জিনিস যোগার করা সত্যি সত্যি দুষ্কর ব্যাপার।রোজগার না থাকলে মানুষ খাবার যোগার করবে কিভাবে।মানুষের জীবন একেবারেই অনিশ্চয়তার মধ্যে দিয়ে চলছে।তাই এই উদ্দ্যেগ নেওয়া।যাতে দুপুরের খাবারটাও মানুষ পায়।আমাদের এই চেষ্টায় যদি কিছু মানুষের সমস্যার সমাধান করা হয় তবে কিছুটা হলেও আমাদের এই উদ্যেগ সফল হবে।আমি চেষ্টা করবো যাতে শিলিগুড়ির আরো কয়েকটি ওয়ার্ডে এই উদ্যেগ চালু করা যায়।তাতে পথচলতি দুস্থ মানুষদের অনেকটাই সুবিধা হবে।এদিন মেয়র নিজের হাতেই বেশ কিছু মানুষের হাতে খাবার পৌছে দেন।