পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৬ তম জন্ম তিথিতে রক্তদান শিবির

পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৬ তম জন্ম তিথিতে রক্তদান শিবির

    মালদা, নতুন গতি :  আর্ট অফ লিভিং এর মানবিক উদ্যোগে ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও আই.এম.এ. মালদার সহযোগিতায় শুক্রবার আই. এম. এ. ভবনে পরম পূজ্য গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর এর ৬৬ তম জন্ম তিথিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।  গ্রীষ্মের প্রচন্ড তাপ দহের ফলে রক্তদান শিবির কমেছে, বিশেষ করে থ্যালাসেমিয়া ও গর্ভবতী মায়েদের কথা মাথায় রেখে আজকের শিবিরে রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শ্রী যতীন্দ্র কুমার ডি. আর. এম. ও প্রেসিডেন্ট ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ ইস্টান রেলওয়ে।  এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,   ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সম্পাদক নিরঞ্জন প্রামানিক,  জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, আর্ট অফ লিভিং এর প্রশিক্ষক গীতা নন্দী,  ববিতা মন্ডল ও স্বপন সরকার,  নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা জাগরণ মালদার সম্পাদক শুভজিৎ দাস সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী দোলন ব্যানার্জি ও সুরজিৎ মন্ডল প্রমূখ।

    রক্ত দিয়ে শিবিরের শুভ সূচনা করেন শ্রী রাজেশ কুমার পাশওয়ান অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কমিশনার ইস্টার্ন রেলওয়ে ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা। এছাড়াও আজকের বিশেষ রক্তদাতা শিবানন্দ ঘোষ ডিওসি. স্কাউট,  বন্দনা দাস ডিওসি গাইড, স্বরূপ সরদার জিএলএস ভারত স্কাউটস্ ইস্টার্ন রেলওয়ে, দেবতানু মাঝি প্রশিক্ষক আর্ট অফ লিভিং প্রমূখ। সংকটময় মুহূর্তে শিবিরে ২৭ জন রক্তবন্ধু রক্তদান করে মানবিকতার নজির গড়লেন । জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়ায়ে রক্ত দিয়ে অসুস্থ মানুষের জীবন বাঁচানোর ব্রত এটাও আর্ট অফ লিভিং এর অংশ বলে মন্তব্য করেন শ্রীমতি গীতা নন্দী ।