রাজনগরে রাতের অন্ধকারে শিক্ষিকার পথ আটকে অশ্লীল মন্তব্য অভব্য ২  যুবকের। আতঙ্কে ও উদ্বেগে শিক্ষিকা।

মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর। বীরভূম জেলার রাজনগর থানা ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়দরজা গ্রাম সংলগ্ন রাস্তায় টিউশান পড়িয়ে ফেরার সময় এক শিক্ষিকার পথ আটকায় ২ যুবক৷ নোংরা অশ্লীল কথাবার্তা বলে তারা৷ এমনটাই অভিযোগ ওই শিক্ষিকার৷ রাস্তায় আলো না থাকার কারণে তিনি তাদের ভাল ভাবে চিনতে পারেননি৷ পর্যাপ্ত আলো থাকলে তারা হয়তো এতটা সাহস দেখাতে পারতো না ৷ এমনকি তাদের চিনতে পারলে তিনি প্রশাসনকেও তাদের ধরিয়ে দিতে পারতেন বলে মনে করছেন তিনি৷ তাঁর দাবি, রাস্তায় সন্ধ্যার পর যাতে বৈদ্যুতিক খুঁটিগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়৷ এরজন্য বিদ্যুৎ দপ্তর, স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দৃষ্টি আকর্ষণ করছেন শিক্ষিকা, তাঁর পরিবার ও বাসিন্দারা৷

    উক্ত ঘটনাটি কিছুদিন পূর্বে  ঘটলেও আজও আতঙ্কে রয়েছেন ওই শিক্ষিকা ও তাঁর পরিবার৷ সেই সময় তিনি বিষয়টি স্থানীয় কয়েকজন জন প্রতিনিধিকে জানিয়ে ছিলেন মৌখিকভাবে৷ তাঁরা আশ্বাস দিয়েছিলেন তা দেখার৷ সেই কারণে লিখিত অভিযোগ তিনি কোথাও করেননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষিকা৷ এছাড়া টিউশান পড়াতে যেতে হয় তাঁকে৷ সন্ধ্যার পর বা রাতে রাস্তায় এই ধরণের অপ্রত্যাশিত ঘটনা মহিলাদের নিরাপত্তার বিষয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে৷ স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিভিন্ন রাস্তায় নজরদারি যেমন বাড়াতে হবে তেমনি গ্রামের এইসব রাস্তাতেও হঠাৎ হঠাৎ সাদা পোশাকে পুলিশি অভিযান জরুরী৷ কেউ কেউ মনে করছেন নেশাগ্রস্ত অভব্য কিছু তরুণ যুবক হয়তো কোথাও কোথাও এই ধরণের অসামাজিক কাজে লিপ্ত হয়ে পড়ছে৷ প্রশাসনিক কঠোর পদক্ষেপ এইসব ক্ষেত্রে জরুরী৷ স্থানীয় জন প্রতিনিধিদেরও এক্ষেত্রে খোঁজ খবর নেওয়া ও প্রয়োজনে যথাযথ পদক্ষেপ করা দরকার বলে মনে করছেন বাসিন্দাদের একাংশ৷ তা না হলে এলাকায় এই ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷