বীরভূমের লাভপুরে বাড়িতে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে এক তরুণীকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

 

    বীরভূমের লাভপুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার পরই সিউড়ি কাটোয়া রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অপহৃত ওই তরুনীর নাম প্রথমা বটব্যাল। স্থানীয় সূত্রে খবর কিছুদিন আগেই প্রথমার বাবা সুপ্রভাত বটব্যাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে কিছু দুষ্কৃতী বাড়িতে ঢুকে 23 বছরের পারমিতা বটব্যাল কে তুলে নিয়ে যায়। প্রায় 18 ঘণ্টা পরেও এখন পর্যন্ত প্রথমার কোন খোঁজ দিতে পারেনি লাভপুর থানার পুলিশ। লাভপুরের বর্তমানে দোকানপাট যান চলাচল বন্ধ। গ্রামবাসীরা বহিরাগত কাউকেই গ্রামে ঢুকতে দিচ্ছেন না। একজন তরুনীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়াই প্রশ্ন উঠছে প্রশাসনের নিরাপত্তা নিয়ে। লাভপুরে কাল গত রাত থেকেই থানার সামনে বিক্ষোভ দেখান পারমিতা বাটব্যালের পরিবার ও আত্মীয়রা সাথে সকাল থেকেই লাভপুরের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে প্রতিবাদে ফেটে পড়েন প্রথমার পরিবার ও স্থানীয়রা।