নতুনত্ব ,আসার ফলে কর্মহীন হয়ে পড়েছে পা চালিত রিকস্কা ওয়ালারা

মহঃজামালউদ্দিন,নতুনগতি,সিউড়ী:

    বর্তমানে টটো আসার ফলে, মানুষের সুবিধা হয়েছে,খনিকের রাস্তা গুলো।এরফলে যাতায়তের জন‍্য পা চালিত রিক্সা গুলো,তাদের কর্মতা হারিয়ে ফেলেছে। আর ঠিক সেই পূর্বের মতো করে,তাদের আর রিস্কা চলছে না। এরফলে সংসার চালাতে গিয়ে দিশাহীন হয়ে পড়ছে তারা।দিন দিন সংসারে আভাবের তাড়োনা দূর আর হচ্ছে না,বাড়ছে সংসারের জটিলতা ।এক রিস্কা ওয়ালার সাক্ষাৎ কারে জানা যায়, বর্তমানে দিনে তাদের উপার্জন হয় ৫০ থেকে ৬০টাকা,তাও আবার কনো কনো দিন সেটাও কপালে জোটে না। এইভাবে চলছে তাদের কস্টকারী জীবন।এই সমস‍্যা দূরীভিত করার ব‍্যাপারে তারা প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছে বলে, তারা জানায়।