|
---|
রান্না এবং প্রেমের মিশ্রণে আহা রে
নিজস্ব প্রতিনিধি, নতুনগতি:: ভালোবাসা কিভাবে হয় , কেন হয় হয়তো রোমিও-জুলিয়েট , লায়লা-মজনু কেউই উত্তর দিতে পারবে না। কারণ সঠিক কোনো উত্তর নেই। ভালোবাসা যেকোনো ভাবে হতে পারে। যে কোনো কারণে হতে পারে। হতে পারে রান্না আর খাবারের মধ্য দিয়ে। তার প্রমাণ রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমা “আহা রে”। ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের সুপারস্টার আরিফিন শুভ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।
বাংলাদেশের একজন কুক কিভাবে কলকাতা আসে , কিভাবে খাবারের মধ্য দিয়ে কলকাতার একজন মেয়ের সঙ্গে পরিচয় হয়, কিভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় এবং শেষপর্যন্ত কি হয় তা নিয়ে মূলত গল্প বেঁধেছেন পরিচালক। ছবিটি মুক্তি পাবে ২২শে ফেব্রুয়ারি।