বিশ্ব যোগ দিবস উপলক্ষে শুক্রবার ভোরে ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে যোগ শিবির করল বিজেপি

নতুন গতি,  মালদা, ২১ জুন: বিশ্ব যোগ দিবস উপলক্ষে শুক্রবার ভোরে ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়ে যোগ শিবির করল বিজেপি। এদিন সকাল সাড়ে ছটা থেকে ফোয়ারা মোড়ের রাস্তার একদিকে সবুজ কার্পেট বিছিয়ে সেখানেই যোগাসন করেন বিজেপির নেতা ও কর্মী- সমর্থকরা। সেখানে বিজেপির জেলা সভাপতি সঞ্জিত মিশ্র মালদা দক্ষিণ আসনের দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীরাও যোগ শিবিরে অংশ নেন। সকাল সাড়ে সাতটা অব্দি সেখানে যোগ শিবির চলে। মালদা জেলা বিজেপি সভাপতি সঞ্জীব মিত্র বলেন, প্রতিবছরের মতো এবারও পঞ্চম বিশ্ব যোগ দিবস আমরা পালন করলাম। দলের পক্ষ থেকে শুধু এই ইংরেজি বাজার শহরেই নয় মালদা জেলার 38 টি জেলা পরিষদ মন্ডল এবং দুটি শহর মন্ডল সর্বত্রই যোগ দিবস পালিত হয়েছে।