|
---|
নতুন গতি: আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আরামবাগ আল আলম মিশনে একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মিশনের স্থায়ী সভাপতি হাজী সেখ সিরাজুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক বিশিষ্ট শিশু সাহিত্যিক বহু গ্রন্থের লেখক আশিষ বরণ সামন্ত। তিনি আজকের দিনটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৈশরাই হাই ইস্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ কোনার, চাদূর হাই ইস্কুলের প্রাক্তন শিক্ষক কৃষ্ণচন্দ্র পাল, হরিণখোলা সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম মল্লিক, পিরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি, পিরজাদা সফিউল্লাহ হুসাইনি, মিশনের প্রধান শিক্ষক সেখ আসগর ইমাম, সহ মিশনের সমস্ত শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক।