|
---|
নতুন গতি, মালদা,২১জুনঃ তৃণমূল নেতার উপর হামলা এবং তাকে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর এলাকায়। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ওই তৃণমূল নেতা। রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনায় আক্রান্ত তৃণমূল নেতা স্থানীয় বিজেপি কর্মী দীপক রজক, অপু রজক সহ পাঁচ জনের বিরুদ্ধে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম দ্বিজেন মন্ডল (৩০)। গত পঞ্চায়েত নির্বাচনে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন দ্বিজেনবাবু । সেই সময় বিজেপি প্রার্থীর কাছে মাত্র ৩৭ ভোটে পরাজিত হন তিনি। কৃষ্ণপুর তৃণমূল অঞ্চল কমিটির যুগ্ম সম্পাদক পদে রয়েছেন দ্বিজেন মন্ডল। এছাড়াও ওই এলাকায় তার তৃণমূল নেতা হিসাবে ভাল প্রভাব রয়েছে।
পুলিশকে অভিযোগে আক্রান্ত তৃণমূল নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বিজেপি কর্মীরা। তৃণমূল দলের স্থানীয় কর্মীদের উপর মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ, বেশ কিছুদিন আগে বাড়ির পাশের একটি জমি কিনেন তিনি। এরপর ওই এলাকার বিজেপি কর্মী দীপক রজক, অপু রজক সহ তার দলবল সেই জমিটি দখলের চেষ্টা করছিলো। এ ব্যাপারে তিনি বাঁধা দিয়ে প্রতিবাদ করেছিলেন।
এদিন রাতে দ্বিজেন মন্ডল বাজারে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দীপক রজক ও অপু রজক সহ তাদের দলবল ওই তৃনমূল নেতার পথ আটকায় । তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। এই ঘটনার পর গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়।
গুরুতর আহত ওই তৃণমূল নেতা কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় গ্রামবাসীরা। তার মাথায় ও পিঠে গুরুতর আঘাত রয়েছে।
এদিকে এই হামলার বিষয়ে গোষ্ঠী কোন্দলের ঘটনা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপির জেলার সাধারণ সম্পাদক অজয় গাঙ্গুলী । তিনি বলেন, বিজেপি মারধরের রাজনীতি করে না। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে নিজেদের মধ্যে মারপিট করে বিজেপির ঘারে দোষ চাপিয়ে কলুষিত করতে চাইছে।
তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি বাবলা সরকার বলেন, লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গ্রামীণ এলাকায় তৃণমূলের নেতা ও কর্মীদের মারধর করছে। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। এদিনও বৈষ্ণবনগরে আমাদের কর্মী দ্বিজেন মন্ডলকে মারধর করেছে বিজেপির কর্মীরা । পুলিশকে বলেছি তদন্ত করে দোষীদের গ্রেফতার করতে হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।
ছবি ——— আক্রান্ত তৃণমূল নেতার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।