সমস্ত ওয়াকফ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সিবিআই তদন্ত করে উদ্ধার করতে হবে: কামরুজ্জামান

সংবাদদাতা : ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করতে হবে, সিবিআই তদন্ত করে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি উদ্ধার করতে হবে, ঈদের ছুটি বৃদ্ধি করতে হবে এমন আট দফা দাবি তুলে হাসনাবাদের মুরারীশাহ চৌমাথায় জনসভা করলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের কর্মকর্তারা। শনিবার বিকেলে হাসনাবাদের মুরারীশাহতে বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের সভাপতি মাওলানা বাকিবিল্লা,সংগঠনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান, আমিনিয়ার সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুল্লাহ‌,জেল ইমাম দ্বীন ইসলাম বৈদ্য সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন জনসভা থেকে আওয়াজ ওঠে দিল্লির সরকার ইমাম ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি করে দশ হাজার করেছে। দিল্লি সরকারের মত আমাদের রাজ্যের ইমাম ও মোয়াজ্জেনদের ভাতা বৃদ্ধি করতে হবে। রাজ্যে যে সমস্ত ওয়াকাপ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি সিবিআই তদন্ত করে উদ্ধার করতে হবে। ও তার ভাড়া সরকারকে দিতে হবে ওয়াকফ বোর্ডের হাতে।আর টাকা দিয়ে ইমামদের মাইনে দেওয়া হবে। রাজ্য সরকার ঈদের জন্য একদিন ছুটি দেয় সেই ছুটি বৃদ্ধি করতে হবে, প্রতিটা এতিমখানার জন্য ৫০ লক্ষ টাকা অনুদান দিতে হবে। এমন আট দফা দাবি তোলা হয় এই জনসভা থেকে। বর্তমান রাজ্য সরকার যদি এই দাবি মেনে না নেয় তাহলে আগামী দিনে গোটা রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে ও কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলনে নামা হবে। এদিন সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামারুজ্জামান দাবি করেন, ‘‘অনেক ইমামই এখন নিয়মিত ভাতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রীকে তাই বিষয়টি দেখতে বলব। জিনিসপত্রের দাম যা বেড়েছে, তাতে আড়াই হাজার টাকায় এখন সংসার আর চালাতে পারছেন না ইমামরা। তাই ইমামদের ভাতা বাড়িয়ে মাসে ১০ হাজার এবং মোয়াজ্জিনদের ৬ হাজার টাকা করার দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। আরো তিনি অভিযোগ তোলেন বহু ইমাম তারা টাকা নিচ্ছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি মন্ত্রীর কাছে। অভিলম্বে দেখার জন্য। পাশাপাশি তিনি বলেন যেসব অয়াকফ সম্পত্তি রয়েছে সেই সব ওয়াকফ সম্পত্তি পুনরোদ্ধারের জন্য সিবিআই তদন্ত হোক। এই দাবি না মানলে আগামী জানুয়ারি মাসে আমরা কলকাতার রাজপথে আন্দোলনে নামবো।’’