জামালপুর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন ভূতনাথ মালিক।

লুতুব আলি, বর্ধমান, ২৩ ডিসেম্বর : জামালপুরের ভূমিপুত্র মেহমুদ খান জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। তিনি একই সঙ্গে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ সামলাচ্ছিলেন। এক ব্যক্তি এক পদ দলীয় নির্দেশ আসায় মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দেন। ২৩ ডিসেম্বর জামালপুর সমষ্টি উন্নয়ন কার্যালয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার সভাপতি নির্বাচনের প্রক্রিয়া তদারকি করেন। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন করান। জামালপুর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন ভূতনাথ মালিক। ভূতনাথ বাবু এই পঞ্চায়েত সমিতির পূর্ত পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার বেশ কিছুদিন আগেই তিনি পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের সময় দেখা যায় তৃণমূল কংগ্রেসের অন্য একটি গোষ্ঠী বি ডি ও তথা রিটার্নিং অফিসারের কাছে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না বলে অভিযোগ জানান। শেষে তারা এই নির্বাচন বয়কট করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বি ডি ও তথা রিটার্নিং অফিসার শুভঙ্কর মজুমদার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি বলেছেন সরকারি নিয়ম মেনে ই জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। দল চেয়েছিল ভূতনাথ মালিক কে ই পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন করা হোক। মেহমুদ খান বলেন, দলের নির্দেশ অনুযায়ী ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সভাপতি হিসেবে নির্বাচিত হন। অলক কুমার মাঝি ও মেহমুদ খান বলেন, আজকের নির্বাচনকে যারা গোলমাল পাকাবার চেষ্টা করেছিলেন তারা দল বিরোধী কাজ করেছেন। তাদের বিরুদ্ধে দলের কাছে তাঁরা নালিশ জানাবেন। জামালপুর পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর ভূতনাথ মালিক বলেন, রাজ্য সরকারের জনসেবামূলক কাজগুলি যাতে সার্বিকভাবে তাঁর এলাকায় হয় সে ব্যাপারে তিনি বিশেষ নজর দেবেন।