|
---|
উজির আলী,চাঁচল,১০ অক্টোবর: এক সপ্তাহ পূর্বে চাঁচলের মহানন্দা নদীর জগন্নাথপুর ঘাটে নৌকাডুবী ঘটনায় মালদহ ও উঃ দিনাজপুর জেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। শিশু থেকে পৌঢ় সকল যাত্রী শিকার হন ভয়াবহ নৌকাডুবীতে। বৃহস্পতিবার রাতেই দুই জনের সলিল সমাধি উদ্ধার হলেও নিখোঁজ ছিল বহু যাত্রী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তল্লাশিতে আরোও উদ্ধার হয়েছিল ৭ জনের মৃতদেহ।
ঘটনার এক সপ্তাহ পরে বৃহস্পতিবার সকালে নৌকাডুবী নিহতদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোকপালন করা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায়, বৃহস্পতিবার চাঁচল১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ইসমাইলপুর কালিয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রসঙ্গত ওই কেন্দ্রের পাক্তন দুই ছাত্র নৌকাডুবীতে অকালে প্রান হারান। নিহত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের প্রাক্তন ছাত্র ওবাইদুল্লা(০৬) ও নাজির আলী(২২) সম্পর্কের কাকা-ভাইপো। ওই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী জিন্নাতুন লতীফ( সোনা রাজী) জানান,
সম্প্রীতি চাচা ভাতিজা আমার কেন্দ্র এককালীন পঠন পাঠন করেছে। তাদের মৃত্যু সংবাদ পেয়ে আমার হৃদয় কেঁপে উঠেছিল। আমি বুনিয়াদি শিক্ষা প্রদান করেছিলাম তাদের। তাদের অকাল প্রয়ানে আমি গভীর ভাবে শোকাহত।
জানা যায়,এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৫০ জন শিশু শিক্ষার্থী, আশাকর্মী সাকিলা খাতুন, হেলপার রোকেয়া খাতুন,স্থানীয় পঞ্চায়েদ সদস্য মমতাজ আলী,স্থানীয় কিশোরী ও অভিভাবক অভিভাবিকা দের নিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।সর্বশেষে নিহত ওবাইদুল্লার মা লাইলি খাতুনকে সমবেদনা জানানো হয় বলে খবর।