|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:০৪ ই মে তৃতীয় দফার প্রথম দিনের লকডাউনে সোমবার দরিদ্র পরিবার গুলির মাঝে খাদ্য সামগ্রী বিলি করা হলো চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার দিয়াগঞ্জ গ্রামে।
আশাপুরের অচিন্ত ঘোষ নিজ উদ্যোগে এদিন ১২০ টি দরিদ্র পরিবারকে চাল-ডাল,আলু, সরষে তেল সহ নানারকমের খাদ্য দ্রব্য তুলে দেন।
লকডাউনের মেয়াদ বৃদ্ধিতে শ্রমিক শ্রেনীর মানুষেরা চরম অসহায় অনটনে চলছে। এছাড়া খরবা জিপির দিয়াগঞ্জ গ্রামটি অত্যাধিক দরিদ্র পরিবারের বসবাস। পঞ্চায়েত প্রশাসনকে তাদের দুর্দশা দূরীকরনের উদ্যশ্যে দৃষ্টি আকর্ষন করেছেন অচিন্ত ঘোষ।