|
---|
জাকির হোসেন সেখ,নতুুুগতি, ফলতা:
ত্রিপল, খাদ্য সামগ্রী এবং রান্না খাদ্য নিয়ে গতসপ্তাহের নিম্নচাপের দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খান।
কাজের মানুষ হিসেবে ইতিমধ্যেই জাহাঙ্গীর খান এলাকার সাংসদ খোদ অভিষেক ব্যানার্জির কাছের মানুষ হিসেবে যথেষ্ট পরিচিতি লাভ করেছেন। খেলাধুলা থেকে সংস্কৃতি, শিক্ষা স্বাস্থ্য গ্রামোন্নয়ন থেকে বিপদে আপদে মানুষের পাশে ছুটে যাওয়া, বিশেষ করে গরীব মানুষের পাশে ছুটে যাওয়া – সব ব্যাপারেই তিনি অকুতোভয় এবং অপ্রতিদ্বন্দ্বী।
এমনকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বহু অনুষ্ঠানেও তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর খানকে পাশে বসিয়ে দ্যর্থহীন কন্ঠে এমন দরাজ সার্টিফিকেট দিয়েছেন। রাতদিন এক করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সেটা আবারও প্রমাণ করলেন তৃনমূল যুব কংগ্রেসেরও ব্লক সভাপতি জাহাঙ্গীর খান।
অকালবৃষ্টি আর ঝড়ের দাপটে ফলতা ব্লকের বহু মাটির ঘরের দেয়াল পড়ে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে। কারোর বা রান্নাঘরের চিহ্নটুকু বলতে নেই। ক্ষতিগ্রস্থ এইসব পরিবারের হাতে ত্রিপল, রান্না সামগ্রী সহ কোথাও রান্না খিচূড়িও বিতরন করলেন তিনি। ফলতা পঞ্চায়েত সমিতির উদ্যোগে।