|
---|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
SSC অনশন মঞ্চের অনশনের আজ তৃতীয় দিন লাগাতার অসুস্থ অনশনকারীরা, চলছে হেলথ চেকআপ।এই মুহূর্তে খবর পাওয়া অবধি সাতজন চাকুরীপ্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনা স্থল পরিদর্শনে আজ আসেন বাম পরিষদিও দলনেতা সুজন চক্রবর্তী।
আজ সকালে ফের একজন অসুস্থ হয়ে যাওয়াই তড়িঘড়ি বাকিদের হেলথ চেকাপ করা হয়।বিগত ৭২ ঘন্টা থেকে রাজপ্রাসাদের এই মহানগরীর রাস্তা আঁকড়ে পড়ে আছে কয়েকশো চাকুরীপ্রার্থী। মাথার উপরে ত্রিপল অব্ধি টাঙাতে দেওয়া হয়নি বলে সরকারের দিকে আংগুল তুলে অভিযোগ করেছেন তারা। অনশনকারীদের দাবি তাদের দাবি না মেনে নিলে তাদের লাশ উঠবে কিন্তু তারা অনশন মঞ্চ ছেড়ে এক পা উঠবে না। সরকারের সাথে সমস্ত দাবি দফা নিয়ে যে কোন আলোচনাই বসতে তারা রাজি বলে জানান অনশনকারিরা।
” অনশন কারিদের টাঙাতে দেওয়া হয়নি ছাউনি, সরকার সন্তান তুল্য চাকুরীপ্রার্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ” বলে সংবাদমাধ্যমকে জানান বাম পরিষদিও দলনেতা সুজন চক্রবর্তী। “শিক্ষিত ছাত্রসমাজ আজ রাস্তায় নেমে এসেছে তাদের অধিকারের জন্য” বলে উল্লেখ করেন তিনি।