স্বাধীনতা সংগ্রামী বসন্তকুমার দাসের ১২২ তম জন্ম দিবস উপলক্ষ্যে সামিল হাজারো জনগন

নিজস্ব প্রতিনিধি, তমলুক:

    গতকাল বিকেলে খেজুরী -২ নং ব্লকের রামচক বাসস্ট‍্যান্ডে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে গণপরিষদ সদস্য, বিধান পরিষদের সদস্য, কাঁথির প্রথম সাংসদ বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী-সংগঠক , খেজুরীর কৃতি সন্তান বসন্তকুমার দাসের শুভ ১২২তম জন্মদিনটি মেদিনীপুর সমন্বয় সংস্থা’র খেজুরী আঞ্চলিক ইউনিট-এর উদ্যোগে পালিত হলো।

    আয়োজক সংস্থার সভাপতি, খেজুরীর প্রাক্তন বিধায়ক ও আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ড.রামচন্দ্র মন্ডলের পৌরহিত‍্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রামচক বাসস্ট‍্যান্ডস্থিত বসন্তকুমার দাসের আবক্ষ মূর্তিতে একে একে মাল‍্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

    বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রাক্তন প্রধানশিক্ষক ও বিশিষ্ট সংগঠক শান্তিরাম দাস, প্রাক্তন শিক্ষক ও শিক্ষারত্ন স্বপন কুমার মন্ডল, প্রাক্তন শিক্ষক ভবশংকর খাটুয়া,আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন, সমাজসেবী পুলকানন্দ মন্ডল, শোভন দাস, সমীর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। খবর সূত্রে মাননীঃয সুর্দনশন সেন আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানানা যে , উপস্থিত অতিথিদের স্মৃতিচারণ ও আলোচনায় ব‍্যক্তি ও

    সংগঠক বসন্তকুমারের জীবনের নানাদিক উঠে আসে। স্থানীয় পথচলতি মানুষেরাও এই ক্ষুদ্র অনুষ্ঠানে অংশগ্রহণ ক‍রে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলেন। আয়োজক সংস্থার সভাপতি ড. রামচন্দ্র মন্ডল বাবু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।