|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: আজ বিকেল ৪টে নাগাদ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলা, ভবানীপুর থানা এলাকার বড়বাড়ী গ্রামে।
দীপঙ্কর বেরা(২১) নামে উদ্ধার হওয়া ওই যুবক সদ্য বিবাহিত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্ত্রীর সাথে পারিবারিক বিবাদের জেরেই এই দুর্ঘটনার কারণ বলে মনে করছেন স্থানীয়দের একাংশ।
খবর পেয়ে ছুটে আসে ভবানীপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।