|
---|
সেখ সামসুদ্দিন, ৬ জুলাইঃ ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে প্রয়াত দিসম পারগানা নিত্যানন্দ হেমব্রমের স্মরণসভা পালিত হয় মেমারিতে। পূর্ব বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি পারগনার উদ্যোগে মেমারি ১ ব্লকের নুদীপুর মোড়ে আম্বেদকর মূর্তির পাদদেশে প্রয়াত নিত্যানন্দ হেমব্রমের স্মরণসভা করা হয়। প্রথমে বাবাসাহেবের মূর্তিতে মাল্যদান করেন ভারত জাকাত মাঝি পারগনা মহলের রাজ্য সভাপতি এবং প্রয়াত নিত্যানন্দ হেমব্রমের ছবিতে মাল্যদান করেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি ডাঃ মঙ্গল সরেন, সহ-সভাপতি রাজেন্দ্রনাথ মুর্মু, জেলা ভারত জাকাত মাঝি-পারগানার সভাপতি বিজয় সরেন সহ জেলার সমস্ত মাঝি বাবা সহ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। প্রয়াত দিশম বাবার ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদানের পর সমস্ত মাঝি বাবাদের হাতে একটি করে বৃক্ষচারা তুলে দেন নিত্যানন্দ ব্যানার্জী সহ রাজ্য সভাপতি ও সহ সভাপতি। মণিপুরে আদিবাসী মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে, আদিবাসী সমাজের বিভিন্ন দাবিতে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে একটি সশস্ত্র র্যালি করা হয়। যা জি টি রোড হয়ে মেমারি শহর প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ডে শেষ হয়।