কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে শহর তৃণমূলের অবস্থান-বিক্ষোভ

সেখ সামসুদ্দিন ৬ জুলাইঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যব্যাপী সকাল থেকে সারাদিন অবস্থান বিক্ষোভসূচি করা হয়। মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি চকদিঘী মোড়ে মঞ্চ বেঁধে অবস্থান-বিক্ষোভ সামিল হন শহর তৃণমূলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, আইএনটিটিইউসি সভাপতি শেখ আশরাফ, যুব সভাপতি সৌরভ সাঁতরা, সংখ্যালঘু সেলের সভাপতি মিনহাজ উদ্দিন আহমেদ, ছাত্রনেতা মুকেশ শর্মা, মেমারি ১ নম্বর ওয়ার্ড সভাপতি অজিত কুমার সিং সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি সহ কর্মী সমর্থক বৃন্দ। সকাল ১১ টা থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে বিকাল চারটা পর্যন্ত চলবে বলে জানান শহর সভাপতি এই মঞ্চ থেকে ১০০ দিনের কাজের বকেয়া, ঘরের বরাদ্দ অর্থ সহ কেন্দ্রীয় সরকারের নানান বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।