একের পর এক গণধর্ষণের কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি

নিজস্ব প্রতিবেদক:- একের পর এক গণধর্ষণের কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। চলছে তদন্ত। এবার মালদার (Malda) ইংরেজবাজার (English Bazar) নাবালিকা ধর্ষণকাণ্ডে হাইকোর্টের নির্দেশে দায়িত্ব নিয়েছেন দময়ন্তী সেন (Damayanti Sen)। আর তার পরেই আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় (Kolkata) তলব করা হল।হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন দায়িত্ব নেওয়ার পরেই, মালদার ইংরেজবাজার নাবালিকা ধর্ষণকাণ্ডে আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব করা হয়েছে। তদন্ত কতদূর এগোল, তা জানতে আজই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে।ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, তদন্তকারী অফিসার ও এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসারকে বিকেল ৪টেয় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে চার্জশিট প্রস্তুত হয়ে গিয়েছে। স্পেশাল পুলিশ কমিশনার নির্দেশ দিলেই তা পেশ করা হবে।২৭ মার্চ, ইংরেজবাজারে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।