|
---|
নতুন গতি নিউজ ডেক্স- করোনা আতঙ্কে ধুঁকছে সারাবিশ্ব। সারা বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল, বিশ্বের 157 টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা। পশ্চিমবাংলাতেও করোনার ছোঁয়া লেগেছে। প্রশাসনের তরফ থেকে চলছে সচেতনতা কিন্তু মানুষের এই মুহূর্তে অত্যান্ত প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এর অভাব দেখা দিয়েছে। একদল অসৎ ব্যবসায়ী কালোবাজারিতে ব্যস্ত এই নিত্য প্রয়োজনীয় জিনিস গুলিকে নিয়ে। এই মুহূর্তে সেই মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এর অভাব দূর করতে নিজেরাই পথে নেমেছে বাংলা সংস্কৃতি মঞ্চ নামক একটি সংগঠন। কয়েকজন রসায়ন গবেষকের প্রচেষ্টায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে নজির তৈরি করেছেন তারা। বাংলা সংস্কৃতি মঞ্চ সেই হ্যান্ড স্যানিটাইজার বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন প্রান্তিক মানুষের কাছে এবং তারা করোনা নিয়ে যথেষ্ট সচেতনও করছেন।
বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি অধ্যাপক সামিরুল ইসলাম বলেন করোনা ভাইরাস রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু গ্রাম বাংলার মানুষের অনেকের কাছেই তা এখনও অজানা। উপরন্তু খেটে খাওয়া মানুষের পক্ষে দোকান থেকে বেশি টাকা খরচ করে তা কেনাও সম্ভব হচ্ছে না। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এগুলো মানুষের কাছে সাধ্যমত পোঁছে দিচ্ছি।বাংলা সংস্কৃতি মঞ্চের সম্পাদক তন্ময় ঘোষ বলেন অযথা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কতা ও সাবধানতা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা সেগুলো মেনে চলুন। তিনি আরো জানান বাংলা সংস্কৃতি মঞ্চের এই উদ্যোগকে সমর্থন করে এগিয়ে এসেছেন বাংলার আপামর মানুষ, সাথে পেয়েছি জাতীয় বাংলা সম্মেলনকে। তারাও আমাদের যথাযোগ্য সহযোগিতা করে যাচ্ছেন।