|
---|
আজিজুর রহমান,গলসি : কেন্দ্রীয় সরকারের এজেন্ট বিরোধী নীতির প্রতিবাদে কর্ম বিরতি পালন করল জাতীয় সল্প সঞ্চয় এজেন্ট অ্যাসোসিয়েশনের গলসি শাখা। এদিন তাদের সদস্যরা গলসি ডাকঘরে এসে প্রতিবাদ জানান। জানাগেছে, মোট ২১ টি দাবি নিয়ে ওই কর্মবিরতি পালন করছেন তারা। প্রবীণ পোস্টাল এজেন্ট অসীম দত্ত বলেন, তাদের সংগঠনের ডাকে গত ২রা অক্টোবর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত দেশজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। তার দাবী, এজেন্ট ছাড়া সরাসরি সঞ্চয় প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের পাঁচ লক্ষ এজেন্ট। ফলে ধীরে ধীরে তাদের উপার্জন কমে যাচ্ছে। এদিকে সরকারের উদাসীনতার জন্য আশানুরূপ সুদ পাচ্ছেন না গ্রাহকরা। পাশাপাশি তাদের কমিশনও কমিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, নেতা মন্ত্রী আমলাদের ভাতা ও মাহিনা বাড়ছে। আর তাদের বাড়া তো দুর কমিশনই বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে ডিজিটাল লেনদেন হওয়ায় মানুষকে আগের চেয়ে বেশি পরিসেবা দিতে হচ্ছে তাদের। সংগঠনের গলসি শাখার সভাপতি চন্দন মন্ডল বলেন, আমাদের কমিশন কমিয়ে দিচ্ছে সরকার। পোস্ট অফিসে বিনিয়োগের বেশ কিছু স্কিমে কমিশন নাই। ফলে দেশের ৫ লক্ষের মতো পোস্টাল এজেন্ট অসুবিধায় আছে। মোট ২১ দফা দাবীতে আমাদের আন্দোলন চলছে।