|
---|
নতুন গতি আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সিরিয়াল বাংলাদেশের সমাজের ক্ষতি করছে এই অভিযোগ তুলে বন্ধ করে দেওয়া হল জি বাংলা ৷ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতীয় সিরিয়াল বন্ধের জন্য আন্দোলন চলে আসছে,তবে শুধুই জি বাংলা নয়, বন্ধ করা হল জি নেটওয়ার্কের জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জিটিভির সম্প্রচার ৷
বাংলাদেশের তথ্য-সম্প্রচার মন্ত্রকের তরফে উপসচিব আবদুর রাজ্জাক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তথ্য মন্ত্রকের নির্দেশেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
অন্যদিকে, বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত নেটওয়ার্কের সঙ্গে বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এই কারণেই গোটা বাংলাদেশ জুড়ে বন্ধ করা হয়েছে জি নেটওয়ার্কের সমস্ত চ্যানেল ৷
জানা গিয়েছে, শুধু এই সব চ্যানেল নয়, বাংলাদেশে বন্ধ হতে পারে ভারতের সমস্ত চ্যানেল ৷