ড্রাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কচিকাঁচাদের নিয়ে বীরভূম জেলার লোকপুর থানার উদ্যোগে পদযাত্রা

সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: আগামী কাল অর্থাৎ ২৬ শে জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।সেই উপলক্ষে
আজ ২৫ শে জুন বীরভূম জেলা পুলিশ ও লোকপুর থানার উদ্যোগে এবং স্থানীয় রামধনু পাবলিক স্কুলের পড়ুয়াদের নিয়ে ড্রাগ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একটি পদযাত্রা করা হয় বীরভূমের লোকপুরে। ড্রাগের নেশা সর্বনাশা,মাদক হাঁটাও- সমাজ বাঁচাও, ড্রাগ মুক্ত সমাজ গড়ে তুলুন ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে লোকপুর থানার পুলিশ আধিকারিক,সিভিক ভলিন্টিয়ার ও স্থানীয় স্কুলের কচিকাঁচাদের সহযোগে যুব সমাজকে সচেতন করার জন্য আজকের পদযাত্রার আয়োজন বলে উদ্যোক্তারা জানান। লোকপুর থানা থেকে পদযাত্রা শুরু হয় ব্যানার, প্লেকার্ড সহযোগে লোকপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জমায়েত হয়ে সেখানে এক পথসভায় বক্তারা বলেন সুস্থ সমাজ গড়তে, শিশুদের সামগ্রিক বিকাশ সাধন করতে, পারিবারিক শান্তি ফেরাতে ও দূর্ঘটনা এড়াতে তথা সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকের পদযাত্রার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন লোকপুর থানার এস আই রবীন্দ্রনাথ দে,এ,এস,আই সুবোধ মুখার্জি, বেসরকারি স্কুলের শিক্ষক বিপুল দত্ত প্রমুখ।