|
---|
নিজস্ব সংবাদদাতা: লাগাতার ৩৬ বছর ধরে পায়ের শিকল পড়ে গৃহবন্দী অবস্থায় ছিল এক মহিলা। অভিযোগ , মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাকে তার বাবা পায়ের শিকল পরিয়ে গৃহবন্দী করে রেখেছিল। নাবালিকা অবস্থা থেকে এই অবস্থা তার। ঘটনার খবর প্রকাশ পেতে পুলিশ ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে মানসিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে।ঘটনাটি ঘটেছে ফিরোজা বাদের টুন্ডুলা এলাকায়। ১৭ বছর বয়স থেকে তাকে পায়ের শিকল পরিয়ে চার দেওয়ালের মধ্যে গৃহবন্দী করে রাখা হয়েছে। নাম স্বপ্না জৈন।
এই বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে, জানলা দিয়ে জল ছিটিয়ে তাকে স্নান করানো হতো, শুধু তাই নয়, দরজার নিচ দিয়ে দুবেলা খাওয়ার দিত তার পরিবারের লোকেরা। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাকে গৃহবন্দী করে রাখা হয় বলে জানা গিয়েছে।