|
---|
নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শিরোনামে কিলি পল ও তার বোন। সুদূর আফ্রিকায় বসে দুই ভাই বোন অসাধারণ দক্ষতায় বিভিন্ন হিন্দি গানে লিপ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। ভারতীয় না হয়েও অসাধারণ দক্ষতায় হিন্দি গানের লিপ দিয়ে গোটা বিশ্বের কাছে হিন্দি গানের কদর বাড়িয়েছেন তারা।এবার কিলি পল কে দেখা গেল মাধুরী দীক্ষিতের সাথে মঞ্চ ভাগ করে নিতে। একটি রিয়ালিটি শো ঝালক দিখ লা জার অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় কিলি পল ,মাধুরী দীক্ষিতকে সামনে থেকে দেখে মুগ্ধ হয়ে যান তিনি। বরাবরই মাধুরী দীক্ষিত এর ভক্ত কিলি পল, মঞ্চে একসাথে মাধুরী সঙ্গে আনজাম সিনেমার বিখ্যাত একটি গানের তালে নাচলেন কিলি পল। যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।