|
---|
নিজস্ব সংবাদদাতা :লস এঞ্জেলোসে শুটিং করবার সময় আহত কিং খান। সূত্রে খবর মিলেছে শুটিং করবার সময় চোট লাগে তার নাকে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয় কিং খানকে। চিকিৎসকদের পরামর্শ মত অস্ত্রপ্রচার হয় তাঁর নাকে।
প্রসঙ্গত এই বিষয়ে আরো জানা গেছে শাহরুখ এখন অনেকটাই ভালো রয়েছেন। শাহরুখের টিমের তরফ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, কিং খানের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। মঙ্গলবার তিনি দেশে ফিরেছেন। আপাতত নিজের বাড়ি মান্নাতে রয়েছেন কিং খান।