সাংবাদিক নিগ্রহে সলমানের বিরুদ্ধে ফৌজদারি মামলা

 

    নতুন গতি নিউজ ডেস্ক: মুম্বইয়ের এক টেলিভিশন সাংবাদিককে নিগ্রহের ঘটনায় সলমান খানের বিরুদ্ধে মঙ্গলবার ফৌজদারি মামলা দায়ের হয়েছে। শুধু নিগ্রহই নয়, গালিগালাজ, হুমকি-সহ আরও একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলিউডের এই সুপারস্টারের বিরুদ্ধ। অভিযোগে সলমান-সঙ্গীদেরও নাম রয়েছে।

    মহারাষ্ট্রের একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাংবাদিক অশোক এস পান্ডে আন্ধেরির দশম কোর্টে এদিন ফৌজদারি মামলাটি করেছেন। অশোকের আইনজীবী নীরজ গুপ্তা জানিয়েছেন, সলমানের দুই সঙ্গীরও নাম জোড়া হয়েছে।
    অভিযোগপত্রে নিগৃহীত ওই সাংবাদিক উল্লেখ করেন, ২৪ এপ্রিল তিনি জুহু থেকে কান্দিবলী যাচ্ছিলেন। তাঁর গাড়িতে ক্যামেরাম্যান সৈয়দ ইরফানও ছিলেন। সলমানকে সাইক্লিং করতে দেখে, তিনি ভিডিয়োগ্রাফি করার জন্য অভিনেতার দুই সঙ্গীর কাছে অনুমতি চান। তাঁরা সম্মতি দিলে, তিনি শ্যুট করা শুরু করেন। অভিযোগ, তখন সলমানের ওই দুই সঙ্গী তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন। মারধর করে মোবাইল ফোনটি কেড়ে নেন। মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেওয়ার অভিযোগও উঠেছে। এরপর ওই সাংবাদিকের কথা অনুযায়ী, তিনি স্থানীয় ডিএন নগর থানার উদ্দেশে রওয়ানা দিলে, সালমান খান তাঁকে গালিগালাজ করতে থাকেন।