রমরমিয়ে বেআইনি কচ্ছপ বিক্রি হলদিয়ার দুর্গাচকে

 

    নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: কচ্ছপ কেনা বেচাকে আইনগত কঠোর ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আর এই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প নগরী হলদিয়ার দূর্গাচক কলোনী বাজারে প্রকাশ্যে চলছে দেদার রমরমিয়ে কচ্ছপ বিক্রির কারবার। যা একবারে নজের নেই প্রশাসনের।

    কচ্ছপ কেনা বেচা যে বেআইনি, তা কেউ আর মানছে কই! কিন্তু প্রশ্ন হচ্ছে, কচ্ছপ গুলো এলো কোথা থেকে? কোনো রকম বাধা ছাড়াই খোলা বাজারে কীভাবে এল এত কচ্ছপ? এই দৃশ্য প্রকাশ্যে আসতেই, উওর খুঁজতে হিমসিম খাচ্ছে প্রশাসনিক কর্তা থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা।

    অভিযোগ, শহরের বুকে কচ্ছপ বিক্রির চিত্র ধরা পড়তেই এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশের টোল ফ্রি নং 100 ডায়াল করেন এবং প্রশাসনের তরফে সেই কল রিসিভ না করায় আক্ষেপ উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যা পরে বনদপ্তর সহ দূর্গাচক থানায় ফোন করে ঘটনার কথা জানিয়েছেন স্থানীয় পরিবেশ প্রেমী ও পেশাগত ভাবে শিক্ষক প্রাননাথ শেঠ।

    এলাকার পরিবেশপ্রেমীদের কথায়, এতটা উদাসীন প্রশাসন, কবে মিটবে এই সমস্যা? এবং এই অবোধ প্রাণীগুলো কি আর মুক্ত ভাবে বাঁচতে পারেবে না? অদূর ভবিষ্যতে হয়তো বিলুপ্তির পথে এগোতে চলেছে কচ্ছপ। আজ এই ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন হলদিয়ার পরিবেশ প্রেমীরা।